দীর্ঘদিনের চাহিদা পূরণ : গ্ৰামের পড়ুয়াদের জন‍্য তৈরী হবে প্রাথমিক বিদ‍্যালয়

29th December 2020 6:49 pm বাঁকুড়া
দীর্ঘদিনের চাহিদা পূরণ : গ্ৰামের পড়ুয়াদের জন‍্য তৈরী হবে প্রাথমিক বিদ‍্যালয়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সফল হল সারেঙ্গা ব্লকের গ্রাম পঞ্চায়েতের সাইতেড়া গ্রামের বাসিন্দারা। ২০১৩ সালে একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আবেদন করেন গ্রামবাসীরা কিন্তু প্রশ্ন? প্রশাসনের তরফ থেকে কোন সদুত্তর মেলেনি।  বারবার এসআই অফিস থেকে শুরু করে জেলা প্রাথমিক সংসদের কাছে গিয়েও সুরাহা মিলেনি।  অবশেসে ২০১৭ সালের ১২ ই জানুয়ারি বাগজাতা মোড়ে বাঁকুড়া ঝাড়গ্রাম রাস্তা অবরোধ পর্যন্ত করেন গ্রামবাসীরা। ৩০-৩৫  জন ছাত্র-ছাত্রী এই গ্রাম থেকে দুটো খাল পেরিয়ে তাদেরকে যেতে হতো পাশের স্কুলে খালুইমুড়া প্রাথমিক বিদ্যালয়ে। না হলে তাদেরকে যেতে হতো বাঁকুড়া ঝারগ্রাম রাজ্য সড়কের ওপর দিয়ে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে অবশেষে অনুমোদন পেল খায় তারা প্রাথমিক বিদ্যালয়ের। আজ গ্রামের ক্লাবঘরের সামনে আনুষ্ঠানিক ভাবে সারেঙ্গার চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু। তিনি আমাদের মুখোমুখি হয়ে বলেন যে আগামী বছরে জানুয়ারি ২  তারিখ শুরু হবে স্কুলটি একজন শিক্ষক দিয়ে প্রাথমিকভাবে শুরু করা হবে বলেই তিনি জানান। গ্রামবাসীরা খুব আনন্দিত এই স্কুল পেয়ে।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।